মো. আজাদুল ইসলাম জানান, সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় সূবর্ণচরের দস্যু কেফায়েত বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। একই সংবাদ তার সম্পাদিত ‘সচিত্র সুধারাম’ পত্রিকায় গত ১৭ জুলাই প্রকাশিত হয়।
এর জের ধরে শুক্রবার বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজেকে কেফায়েত বলে পরিচয় দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
একপর্যায়ে আজাদুল ইসলামকে অসংখ্য মামলা দিয়ে ফাঁসানো হবে এবং সুযোগ পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।
এ ঘটনায় বাদী হয়ে শনিবার সন্ধ্যায় সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজাদুল ইসলাম।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।




Discussion about this post