বিডিলনিউজঃ এবার গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্পটে দায়িত্বরত কয়েকজন সাংবাদিকরা জানান, বেগম জিয়ার বাসভবনের কাছকাছি যেতে বাধা দেয়া হচ্ছে। কোনো কোনো সংবাদকর্মী বালু বোঝাই ট্রাকের ওপর উঠলেও তাদের নেমে যেতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, আজ পুলিশের কড়াকড়ি আরো বেড়েছে। গত দুইদিনের মতো আজও সাংবাদিকরা বাসভবনের সামনের রাস্তার দুই পাশে রাখা ট্রাকের পাশে বসে অপেক্ষারত ছিলেন। কিন্তু বেলা সোয়া ১১টার দিকে গুলশান জোনের উপ-কশিমনার সাংবাদিকদের সেখান থেকে সরে আরো দূরে যেতে বলেন।
উল্লেখ্য, গতকালও বেগম জিয়ার বাসার সামনে সংবাদ সংগ্রহ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের বাধা দেন। এ সময় বাস ভবনের কাছাকাছি যেতেও বাধা দেয়া হয়। এর পরও অনেক কষ্ট করে বারবার নিজেদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করেন।
ধারনা করা হচ্ছে, বেগম খালেদা জিয়া সাথে গণমাধ্যমকর্মীদের কথা বলার সুযোগ না দিতেই এরকম কড়া অবস্থান।
‘মার্চ ফর ডেমোক্রেসি’কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অব্যাহত আছে।
Discussion about this post