বিডি ল নিউজঃ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক,কলামিস্ট ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক জগলূল আহমেদ চৌধুরী ( ৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাত আটটার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাস থেকে নামার সময় পেছন থেকে আসা অপর একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের (বিএসএমএমইউ) হিমঘরে রাখা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জগলূল আহমেদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ রাতে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বাসসের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করছিলেন জগলূল আহমেদ চৌধুরী । তিনি জাতীয় প্রেস ক্লাব,ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
Discussion about this post