বিডি ল নিউজঃ সালমান খানকে তীব্র আক্রমণ কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির। কট্টরপন্থী দুখতারান-ই-মিল্লাত সংগঠনের নেত্রী আসিয়া বলিউডি নায়ককে জম্মু ও কাশ্মীরে ‘সাংস্কৃতিক আগ্রাসনে’র এজেন্ট তকমা দিয়েছেন। সলমন জম্মু ও কাশ্মীরে পর্যটনে জোয়ার আনার কথা বলেছেন। উপত্যকায় সিনেমা হলগুলি খোলার ডাক দিয়েছেন। এজন্য তাঁকে কাঠগড়ায় তুলেছেন আসিয়া।

(ফাইল চিত্র)
তাঁর নিশানায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদও।পর্যটন ব্যবসা চাঙ্গা করার কথা বলেছেন মুফতি। আসিয়ার তোপ, বলিউডের নামে এবং কাশ্মীরে পর্যটনে উত্সাহ দেওয়ার নামে মুফতি ও সলমন খান অশ্লীলতা, অপসংস্কৃতি ছড়াতে চাইছেন।
সলমন কাশ্মীর উপত্যকায় সিনেমা হলের দরজা খোলার উদ্যোগে সমর্থন জানানোয় আসিয়া জানিয়ে দিয়েছেন, দুখতারান এতে তীব্র বাধা দেবে।
প্রসঙ্গত, অধুনালুপ্ত জঙ্গি গোষ্ঠী আল্লাহ টাইগার্সকে সঙ্গে নিয়ে ১৯৮৯ সালে কাশ্মীরে সিনেমা হল ও অধিকাংশ মদের দোকান জোর করে বন্ধ করে দিয়েছিল আসিয়ার সংগঠন।
আজও আসিয়ার যুক্তি, সিনেমা সমাজের কাছে বিরাট পাপ, দূষণের যন্ত্র।।আমরা সিনেমা হলের দরজা খোলার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।”এবিপি আনন্দ
Discussion about this post