তৃতীয় দিনের প্রথম ঘণ্টার আগেই ভারতের প্রতিরোধ ভাঙেন সাকিব আল হাসান। তার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১৭৩)। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
পরের ওভারে ফিরে রোহিত শর্মাকে (৬) বোল্ড করেন সাকিব।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা হয়নি। তাই শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়।
আবহাওয়ার পূর্বাভাসে তৃতীয় দিনও ফতুল্লায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সকালে রোদ থাকলেও খেলা শুরুর পর থেকে আকাশ মেঘে ঢাকা রয়েছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত।




Discussion about this post