সানিয়া মির্জাকে ‘রাজীব খেলরত্ন’ সম্মান দেওয়ার উপর কর্ণাটক হাইকোর্টের স্থগিতাদেশ৷ প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিট এইচ এম গিরিশার আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ৷ সানিয়ার পাশাপাশি কেন্দ্রকেও নোটিস দিল আদালত৷
দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য মনোনীত হয়েছেন সানিয়া৷ তবুও তাঁর ওই পুরস্কার পাওয়ার পথে কাঁটা৷ প্যারা-অলিম্পিয়ান গিরিশার আবেদনের ভিত্তিতে তাঁকে খেলরত্ন দেওয়ার উপর স্থগিতাদেশ জারি করল কর্ণাটক হাইকোর্ট৷ বিচারপতি এ এস বোপান্না নোটিসের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে জবাব চেয়েছেন সানিয়া ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের।
বিশ্ব ডাবলস্-এ সেরা তালিকায় এক নম্বর৷ প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন হায়দরাবাদি টেনিস আইকন সানিয়া৷ হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনে ডাবলস্ জেতেন তিনি৷ খেলরত্নের জন্য তাঁকেই মনোনীত করে ক্রীড়ামন্ত্রক৷

আর, এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন ২০১২ লন্ডন প্যারাঅলিম্পিকে রুপোজয়ী অ্যাথলিট গিরিশ৷ একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাতকারে গিরিশ জানান, সানিয়া হয়তো গ্র্যান্ড স্ল্যাম জিতে থাকতে পারেন৷ কিন্তু, ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কেবলমাত্র অলিম্পিক, প্যারা অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ীদেরই এই সম্মানের জন্য বিবেচনা করা হবে৷ তার নিরিখে সানিয়া আমার ধারেকাছে আসে না৷ এই সম্মানের সবচেয়ে বড় দাবিদার আমি৷ গিরিশার আবেদনের প্রেক্ষিতে আদালত শেষ পর্যন্ত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর ক্রীড়া মহলের৷-এবিপি আনন্দ




Discussion about this post