দিনাজপুর শহরের একটি সাপ্তাহিক পত্রিকা কার্যালয় থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে তাঁরা তৃপ্ত ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড নামের একটি অনুমোদনবিহীন কারখানাও সিলগালা করে দেন। শনিবার দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। ওই সাপ্তাহিক পত্রিকা ও কারখানার মালিক দিনাজপুর জেলার বিরল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। শনিবার দুপুরে র্যাব দিনাজপুর শহরের ‘সাপ্তাহিক পথচলা’ নামের একটি সাপ্তাহিকের কার্যালয়ে অভিযান চালান। সেখানে ‘তৃপ্ত ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড’ নামে একটি অনুমোদনবিহীন প্রতিষ্ঠান ও কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের ম্যাঙ্গো, অরেঞ্জ ও লিচু জুস, চকলেট, খাওয়ার স্যালাইন, সয়াবিন ও সরিষার তেল, মুড়িসহ বিভিন্ন প্রকার শিশু খাদ্য উদ্ধার করেন।




Discussion about this post