নিজস্ব প্রতিবেদক
চিরতরে চলে গেলেন সাবেক বিচারপতি জনাব আব্দুল হাই। বর্তমানে তিনি লেবার এ্যাপীলেট ট্রাইবুনালের দায়িত্বে ছিলেন। বিচারক হিসাবে তিনি উদার ছিলেন। আদালতে খুব সহজ সরলভাবে কথা বলতেন।
আজ ছুটির দিনে তার জানাজায় অনুষ্টিত হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে। বার্ধক্যজনীত কারনে অসূস্হ্য ছিলেন তবে আগে একবার করনা হয়েছিল তার।একজন আইনজীবী কিংবা বিচারপতির সারা জীবনের ইচ্ছা যে তার মৃত্যুর পর তার কর্মস্হল সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে যেন তার জানাজা অনুস্ঠিত হয়।

গত বছর মার্চ থেকে এখন পর্যন্ত ১১৩ জনকে সুপ্রিম কোর্ট হারিয়েছে। করনার ভয়াবহ প্রকপে এক সময় সবাই আতংকিত ছিল এবং রাস্তা ঘাট বন্ধ ছিল। অনেক জায়গাতেই জানাজা পড়াতে চাচ্ছিল না কিংবা দাফন করাতে দিচ্ছিল না।
সেই সময়ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি প্রত্যেকে আইনজীবীর জানাজা আয়োজন করেছে আইনজীবীদের সেই আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন দেশর ১৬ তম এটনি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক বারিষ্টার রুহুল কুদ্দুলসহ আইনজীবীবৃন্দ।
Discussion about this post