বিডি ল নিউজঃ
সালমান খান।বলিউডের জনপ্রিয় অভিনেতা। তার সম্পর্কে মানুষের কৌতূহলের কোন শেষ নেই। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খেতাবভুক্ত এই অভিনেতা অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও এখন পর্যন্ত কোথাও থিতু হতে পারেননি। তবে অবস্থা দেখে মনে হচ্ছে এই অভিনেতা ভ্যালেন্টাইন’স ডে একা একা পালন করেননি।

ইন্টারনেটে সালমান খানের ছবি প্রকাশ পায় যাতে দেখা যায় এক সুন্দরী মহিলা সালমান খানকে চুমু খাচ্ছেন। সালমানকেও এতে বেশ আনন্দিতই মনে হচ্ছিল। প্রশ্ন উঠতেই পারে তাহলে কি এতদিনে সালমান তার মনের মানুষ খুঁজে পেলেন?
না, সালমানের সঙ্গের এই সুন্দরীটি সালমানের মনের মানুষ নন, তিনি সালমানের একনিষ্ঠ একজন ভক্ত। তিনি ভ্যালেন্টাইন’স ডেতে সৌভাগ্যক্রমে সালমানের সঙ্গে দেখা করার সুযোগ পান সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সেটে। আর তাই তো ভক্তের আনন্দে সালমান খানও বেজায় খুশি হয়েছেন।




Discussion about this post