চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে সোয়া এক লাখ পিস ইয়াবাসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই বিশাল ইয়াবা চালান কারা মজুদ করল এখনো জানতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।
রবিবার রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, শিকলবাহা বখতিয়ারপাড়া এলাকা থেকে ফারুক নামে একজনকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের ধারণা, যিনি গ্রেফতার হয়েছেন তিনি মূলহোতা নন। আসল গডফাদার পর্দার আড়ালে রয়েছেন। সে জন্য পুলিশ রহস্য ভেদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Discussion about this post