বিডিলনিউজঃ বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমেদের চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়াস্থ বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদের বাড়িতে দুর্বৃত্তরা দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত থেকে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত বোমার আলামত ও সাদা কাঁচের বোতলে থাকা তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত ও ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে ইসি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানীতে একাধিক নির্বাচন কমিশনারের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
Discussion about this post