মাদক, অ্যালকোহলের নেশায় উত্সাহ দেয়, সিনেমায় এমন গানের সম্প্রচারে রাশ টানার রাস্তা কী, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে জানতে চাইল দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি আর এস এন্ডলকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ সিনেমা-চলচ্চিত্রে এ ধরনের গানের ব্যবহারে গভীর উদ্বেগ জানিয়েছে।

মন্ত্রকের তরফে বেঞ্চকে বলা হয়, এ ধরনের গানে কেন্দ্রীয় ফিল্ম সেন্সর সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) একবার ছাড়পত্র দিয়ে দেওয়ার পর তাদের সেই সিদ্ধান্ত খতিয়ে দেখার কোনও ক্ষমতা নেই।
কিন্তু বেঞ্চের বক্তব্য, মদের ব্যবহারে উতসাহ দেওয়া গানের ব্যবহার নিয়েই আমাদের উদ্বেগ। এ ধরনের গানের সম্প্রচার যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, তেমন কোনও উপায় আছে কি? চার সপ্তাহের মধ্যে মন্ত্রককে তাদের জবাব পেশ করতে বলেছে হাইকোর্ট। এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১২ অগাস্ট। টিভি চ্যানেলে এধরনের গানের সম্প্রচারে রাশ টানার আলাদা কোনও ব্যবস্থা আছে কিনা, বেঞ্চ তাও জানতে চেয়েছে।
‘চার বোতল ভদকা’, ‘ম্যায় অ্যালকোহলিক হুঁ’, এই দুটি গানে আপত্তি তুলে তা নিষিদ্ধ করার দাবি জানিয়ে জনস্বার্থ পিটিশন দাখিল করেছেন দুজন আইনজীবী।তাঁদের দাবি, এ ধরনের গানে শুধু মদ্যপানকে বৈধ বলেই দেখানো হয়নি, অ্যালকোহলের ব্যবহার ভাল, এটাও বোঝানো হয়েছে।
সেই পিটিশনের পরিপ্রেক্ষিতেই তথ্য সম্প্রচার মন্ত্রকের মত চাইল দিল্লি হাইকোর্ট।”এবিপি আনন্দ
Discussion about this post