সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মণ্ডল (৩৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি হলে রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয়।
সিরাজগঞ্জ কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যাথা ও বমি করলে শফিকুলকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।
তার নামে অপহরণ, অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩টি মামলা বিচারাধীন ছিল।




Discussion about this post