সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জেনেল ও জগলুলের অবস্থা আশঙ্কাজনক। জগলুলকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপু ইউপির হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা পশ্চিম পৈলনপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকছার মিয়ার ভাই জেনেল মিয়া (৩৫), অজেফার মিয়া (৪৫), জগলুল (৪০), সুমনি (২৮), তাজিম উল্যা (৬২), সাহেল (৩৫) এবং একই গ্রামের ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিম, রায়হান মিনহাজ, মেহরাজ, হাসান ও হাবিব।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপু ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকছার মিয়ার পরিবারের সঙ্গে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিমের এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে বিরোধ চলছিল।
রবিবার রাতে গ্রামের স্থানীয় হাজীপুর বাজারে এ নিয়ে দুপক্ষে মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Discussion about this post