প্রত্যক্ষদর্শীরা জানান, শুকলামপুর জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন থেকে ইউপি সদস্য আব্দুল আজিজ ও মসজিদের সেক্রেটারি আব্দুল কাইয়ুমের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল কাইয়ুম পক্ষ দুপুরে হামলা চালায়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, শুক্রবার মসজিদের সাপ্তাহিক চাল উত্তোলন করতে লোক পাঠান আব্দুল কাইয়ুম। চাল উত্তোলন করতে গেলে আব্দুল আজিজ ও তার ছেলে উত্তোলিত চাল ও টাকা মসজিদের কী উন্নয়নে লাগছে তা জানতে চান। এ কারণে আব্দুল কাইয়ুম পক্ষ হামলা চালায় বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনার পর আশপাশের বিভিন্ন এলাকার মুরব্বীদের নিয়ে ঘটনাস্থলে রয়েছেন উল্লেখ করে মখন মিয়া বলেন, মসজিদের কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করে ইউনিয়ন পরিষদের আওতায় নিয়ে আসা হবে।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা জোনের সহকারী কমিশনার (এসি) নাসির আহমদ বাং বলেন, মসজিদের মুঠি চাল তোলা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার ঘটনার জন্য তিনি মসজিদ সেক্রেটারি আব্দুল কাইয়ুমকে দায়ী করে বলেন, তারই ইন্দনে সংঘর্ষ হয়েছে। তবে, হামলার ঘটনায় আব্দুল কাইয়ুম নিজেও আহত রয়েছেন।
Discussion about this post