এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ সিলেটে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গত কাল (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার জকিগঞ্জ উপজেলার বাবু বাজার বাস স্টেশন এলাকা ও সদর উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবু বাজার বাস স্টেশন এলাকায় একটি বাস তল্লাশি করে কামিল আহমেদ (৩২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিলও উদ্ধার করে বিজিবি। আটক কামিল জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে বলে বিজিবি’র জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজিবি’র ৪১ ব্যাটালিয়নের অধীনস্থ মানিকপুর বিওপির’র হাবিলদার মো. ইউনুস ভূইয়া এই অভিযানে নেতৃত্ব দেন। অন্যদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ ইরান মিয়া (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। আটক ইরান মিয়া টুকেরবাজারের শাহপুর গ্রামের মৃত আলফাছ মিয়ার ছেলে। বিজিবি’র ৪১ ব্যাটালিয়নের বিশেষ টইল দলের এই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আলী আমজাদ। আটককৃতদের ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।
Discussion about this post