এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাস
চাপায় ইসমাইল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল
সাড়ে ৪টায় সিলেট- ঢাকা মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসামইল কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার কলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি তার বাবার সঙ্গে লালাবাজারে থাকতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরছালিন বিডি ল নিউজকে জানান, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দিকে ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। ওসি মুরছালিন বলেন, যানচলাচল বন্ধ থাকায় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। এসময় জনতা ঘাতক বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলেও জানান তিনি।
Discussion about this post