এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯ অভিযান চালিয়ে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে র্যাবের অভিযানে এই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ বাজার এলাকার বেলাশা মসজিদের উত্তর পাশের কলা গাছের ঝোপ থেকে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ বিষয়ে ইতোমধ্যে জেলা পুলিশের গোলাপগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
Discussion about this post