বিডি ল নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান করা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন সিলেটে স্বেচ্ছাসেবক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েক রাউন্ড শর্টগানের গুলিও চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাস্তা অবরোধ ও বিক্ষোভকালে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাঁধে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২৪ রাউন্ড শর্টগানের গুলি চালায় পুলিশ।
তবে এসময় কাউকে আটক করা যায় নি বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ। এছাড়া নগরীর আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অবরোধের খবর মেলেনি। অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে রাজপথ ছিল ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বাড়তে থাকে। তবে সিলেট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এছাড়া সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, নগরীতে আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। নগরীর প্রতিটি পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Discussion about this post