এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এবং গুলিবিদ্ধ হয়ে বহিরাগত ছাত্রলীগকর্মী সুমন হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় উল্লেখ করে পুরো দায়ভার শাবিপ্রবি প্রশাসনের উপর ন্যস্ত করেছে ছাত্রলীগ। সংগঠনটির দাবি, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ শাবি প্রশাসন নিজেদের দোষ আড়াল করতে গিয়ে ছাত্রলীগের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে। তাই হত্যাকাণ্ডের দায়ভার কোনোভাবে শাবি প্রশাসন এড়াতে পারবে না। গত কাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করে ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর কমিটি। এ সময় তাদের অবস্থান তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই দায়িত্ব ছাত্রলীগের নয়, তাই ওই দিনের সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের দায়ভার শাবি প্রশাসনের। এছাড়া অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শাবি খুলে দেওয়ার দাবিও জানান তিনি। তিনি ওই দিনের সংঘর্ষে নিহত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র সুমন দে নিজেদের কর্মী নয় বলে দাবি করেন। তবে এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাহাত। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে পরিচালিত হয় উল্লেখ করে তিনি আরো বলেন, যদি কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রলীগ দ্বিধা করে না। অতীতেও এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় উল্লেখ করে রাহাত তরফদার বলেন, সংগঠন থেকে বিভিন্ন সময়ে বহিষ্কৃত এবং বহিরাগত সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এদিকে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে ছাত্রলীগ নেতারা দু’য়েকটি প্রশ্নের জবাব দিয়েই সাংবাদিকদের রেখেই তাড়াতাড়ি করে হল ত্যাগ করেন। সংবাদ সম্মেলনে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হাসান, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post