নিজস্ব প্রতিবেদক
আজ সিলেট জেলা বারে আইনজীবী সিমিতির নির্বাচনে আহনজীবীদের একটি নজির বিহীন সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্দান্তকে সিলেট বারের অধিকাংশ আইনজীবীগণ সাধুবাদ জানিয়েছেন। আইনজীবীরা মনে করেন এই সিদ্ধান্তটি নেওয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে অনেক আইনজীবী মন্তব্য করেছেন।
সিলেট বারের সাধারণ সম্পাদক বিডি ‘ল’ নিউজকে বলেন, ‘ এবারের সিলেট বার আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের জন্য আবারো সভাপতি পদে জয় লাভ করেছেন এটি এম ফয়েজ ।

সাধারণ সম্পাদক পদে এডঃ মাহফুজুর রহমান ৬২৭ ভোট এডঃ ফজলুল হক ৬২৭ ভোট পাওয়ায় সিলেট বার সিদ্ধান্ত জানায় যিনি সিনিয়র আইনজীবী তিনি প্রথম ৬ মাস পরিচালনা করবেন এবং যিনি জুনিয়র তিনি পরবর্তি ছয় মাস পরিচালনা করবেন অর্থ্যাৎ দুজনেই ৬ মাস করে দায়িত্ব পালন করবেন ।
Discussion about this post