বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে পুরুষের জন্য এ ধরনের উদ্যোগ এই প্রথম।
স্টকহোমের সাউথ জেনারেল হাসপাতালে ধর্ষণ বা যৌনপীড়নের শিকার নারীদের জন্য জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার জানায়, আগামী অক্টোবর থেকে তারা ধর্ষণ বা যৌনপীড়নের শিকার হওয়া পুরুষ ও বালকদের জন্যও এ সেবা চালু করবে।
সুইডিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে দেশটিতে অন্তত ৩৭০টি ঘটনার অভিযোগ এসেছে, যাতে ধর্ষণ এবং যৌনপীড়নের শিকার হয়েছে কোনো পুরুষ বা বালক।
সাউথ জেনারেল হাসপাতালের ডা. লত্তি হেলসস্ট্রম রেডিও সুইডেনকে বলেন, সাধারণের মধ্যে প্রচলিত ধারণা হল- ‘পুরুষেরা ধর্ষণের শিকার হতে পারে না’।
“পুরুষ ধর্ষণের ব্যাপরে এখনো ভ্রান্ত ধারণা রয়ে গেছে। অধিকাংশ মানুষ সেটা উপলব্ধি না করলেও এমনটা কিন্তু ঘটে।”
এ ধরনের ঘটনায় জরুরি চিকিৎসা পাওয়ার অধিকার পুরুষদেরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতালটিতে ধর্ষণের শিকার নারীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু রয়েছে।
সুইডিশ অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়ালিটি এডুকেশনের (আরএফএসইউ) একজন মুখপাত্র এক বিবৃতিতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
Discussion about this post