বিডি ল নিউজঃ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর স্টেডিয়ামের বাইরে বাংলাদেশী সমর্থকদের আক্রোশের শিকার হয়েছেন শচীন টেনডুলকার ও ভারতীয় ক্রিকেটের ভক্ত ‘সুধীর’।
.
এমন কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু, এবিপি নিউজ তাদের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে সুধীরের সাক্ষাতকারের যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কিছুটা অসঙ্গতি। ২১ তারিখে দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে শেষ হতে হতে মিরপুরে রাত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। অথচ সুধীরের যে সাক্ষাতকার ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে তিনি কথা বলেছেন দিনের আলোতে। আর সেটা যদি পরদিন সকালের সাক্ষাতকার হয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই ২২ তারিখে তৈরি হবার কথা। কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে ভিডিওটি প্রকাশ করা হয়েছে ২১ তারিখেই!
.
.
তাই সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে এই ধরনের গুজব কানে না দেয়ার পরামর্শ দিচ্ছে…
.
বিঃদ্রঃ রেন্ডিয়ারা ভাল ছবি করলেও, নাটক করতে গিয়ে ধরা খেয়ে যায়! যেমন টা এই নাটকে ছিলো… grin emoticon তবে, নাটক টা ঠিক ঠাক হলো না!
.
ইন্ডিয়ার কাছ থেকে আরোও কত কি দেখার আছে… colonthree emoticon colonthree emoticon
.
ভিডিওর লিংক : https://youtube.com/watch?t=319&v=10pkA8QUy84
Discussion about this post