সুনামগঞ্জ প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব খানসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন হলেন-সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
শুক্রবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব খানকে উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর আবদুল মোতালেব খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে বিএনপির দুই নেতাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে আবদুল মোতালেব খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একটি মামলাও রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে সুনামগঞ্জ-৫ আসনভুক্ত দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। তবে কী কারণে বিএনপির নেতাকে আটক করা হয়েছে, সেই ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Discussion about this post