আদালতের নিরাপত্তা নিয়ে বৈঠকে নিজেদের মধ্যে মতবিনিময় করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে বেঞ্চ পুনর্গঠন ও আগাম জামিনের বিষয়েও আইনজীবীরা আলোচনা করেন।
সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই বৈঠকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার শফিক আহমেদ, এ এফ এম মেজবাহউদ্দিন, সুব্রত চৌধুরী, জেড আই খান পান্না, বারের সাবেক সম্পাদক এস এম মুনীর, শ ম রেজাউল করিম, বদরুদ্দোজা বাদল, মমতাজউদ্দিন মেহেদীসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে সমিতির নেতারা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইনজীবীরা প্রধান বিচারপতিকে জানান, সুপ্রিমকোর্টের সঙ্গে আইনজীবী সমিতির নিরাপত্তার বিষয়টিও সরকারকে দেখতে হবে।
এ বিষয়ে উদ্যোগ নিতে আইনজীবীরা প্রধান বিচারপতিকে অনুরোধ জানান। জবাবে প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Discussion about this post