নিজস্ব প্রতিবেদক: রয়েল ভুটানের বিচারিকব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের ২৮ জন আইনজীবী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেলো ‘ল’ইয়ার্স এর সমন্বয়ক মোহাম্মদ মাসুদ মিয়া।
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, এমপির সার্বিক সহযোগিতায় ২৮ জন আইনজীবী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ তারিখ পর্যন্ত রয়েল ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন, ভুটানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জিসনু রয় চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন।
ভুটানের সংসদীয় ব্যবস্থা জানতে ভুটানের সংসদের ডিরেক্টর দুবা এর সাথে বৈঠকে মিলিত হই।বৈঠকে ১৯৭১ সালে বিশ্বের প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ হিসাবে তাদের প্রতি ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে বাংলাদেশের ঐতিহ্য রিকশা এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ তাদেরকে উপহার স্বরুপ প্রদান করা হয়’ বলে জানান মাসুদ মিয়া।
মাসুদ মিয়া আরও জানান, পরবর্তীতে সুপ্রিম কোর্টের সিনিয়র জাস্টিস প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত)দাসু কিনলে সেরিং এর নেতৃত্বে সুপ্রিমকোর্টের বিচারপতিদের সাথে একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ঐতিহাসিক ছবি এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হয়।
Discussion about this post