সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ কার্যবর্ষের আগামী ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে আওয়ামী সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের (সাদা প্যানেল) ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এর প্রার্থীসহ সম্পাদকীয় ছয়টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার (১৩ মার্চ) এ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য জানা গেছে। এ নির্বাচনে মোট ৫ হাজার ২৬ জন ভোটার ভোট দেবেন।
গুরুত্বপূর্ণ এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত আইনজীবীরা অংশ নিলেও এই দুইটি (সাদা ও নীল) প্যানেলই মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে।
দু’দিনব্যাপী এ নির্বাচন আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্যালেন থেকে সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হুসেন হুমায়ূন, ভাইস প্রেসিডেন্ট পদে দুজন হচ্ছেন- মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, সম্পাদক পদে মো. আজহার উল্লাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে মো. রমজান আলী শিকদার, সহ-সম্পাদক পদে দু’জন হচ্ছেন- একেএম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে যারা নির্বাচন করছেন তারা হলেন- কুমার দেবুল দে, খান মুহাম্মদ শামিম আজিজ, মো. আজিজ মিয়া মিন্টু, মো. হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাসরিন সিদ্দিকা লিনা ও সাহানা পারভিন।
অপর দিকে, নীল দলের প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস প্রেসিডেন্ট দু’জন ফাহিমা নাসরিন মুন্নী ও মো. গোলাম মোস্তফা। সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন খোকন কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে দুজন মো. শহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী। এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে যারা নিবাচন করছেন তারা হলেন- মমতাজ বেগম বিউটি, মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান সম্রাট, নাসির উদ্দিন আহমেদ অসিম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম ও এসকে তাহসিন আলি।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন ইউনুছ আলী আকন্দ, সাধারণ সম্পাদক পদে ফেরদৌসী এবং সদস্য পদে আরিফা জেসমিন নাহিন ও মো. আহসান উল্লাহ।
সুপ্রিম কোর্টের অ্যাসিস্টেন্ট সুপারিন্টেন্ডেন মো. রফিক উল্লাহ জানান, রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ও আওয়ামী লীগ সমর্থিত দুটি পানেলসহ ছয়টি পদে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী মো. হারুনর রশীদকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে সাত সদস্যের উপ-কমিটি।
এছাড়া, চলতি কমিটি এ মাসের ৩১ তারিখ পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে।
Discussion about this post