বিডিলনিউজঃ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবারও সংঘর্ষের ঘটনা ঘটছে।
এর আগে রোববার দুপুরের দিকে বিএনপি পন্থি আইনজীবীরা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করতে কেন্দ্রিয় কার্যালয় নয়া পল্টনের দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিছিল নিয়ে রাস্তায় বের হলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় তাদের ওপর জলকামান থেকে রঙিন পানি ছোড়ে পুলিশ। এরপরও তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এছাড়া ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Discussion about this post