সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) এখন থেকে অনলাইনে প্রদর্শিত হবে। আগামী ১ নভেম্বর আদালতের ওয়েবসাইটের মাধ্যমে আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যতালিকা প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী তিন মাস পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি অনুসরণ করা হবে। যদিও এই সময়ে অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা ‘কজলিস্ট’ও পাওয়া যাবে। তবে ফেব্রুয়ারি মাস থেকে কাগজে ছাপা কার্যতালিকা সম্পূর্ণ রুপে বন্ধ করে দেয়া হবে। এর ফলে প্রায় অর্ধশতাব্দী ধরে কাগজে ছাপানো মামলার দৈনন্দিন কার্যতালিকা হারিয়ে যাবে চিরতরে। এতে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় ২১ কোটি টাকা।<br /> জানা গেছে, প্রধান বিচারপতির আদেশ অনুযায়ী, ১ নভেম্বর থেকে আপিল বিভাগের কার্যতালিকা প্রস্তুতের দায়িত্বে নিযুক্ত সংশ্লিষ্ট ডেপুটি রেজিস্ট্রার এবং হাইকোর্ট বিভাগের প্রত্যেক বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারগণকে পূর্বদিন সন্ধ্যা ৬টার মধ্যে পরবর্তী দিনের মামলার অনুমোদিত কার্যতালিকা বিনা ব্যতিক্রমে সুপ্রিম কোর্টেরওয়েব সাইটে আপলোড করার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিগণের অনমুতি ছাড়া কোন অবস্থাতেই এই কার্যতালিকা পরিবর্তন করা যাবে না। এ সংক্রান্ত গঠিত মনিটরিং কমিটি প্রতিদিনের কার্যতালিকা মনিটর করবে। আগামী ১৫ নভেম্বর হতে অনলাইন কার্যতালিকায় তথ্য সঠিকভাবে প্রবেশ করানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কোন ব্যক্তির অবহেলা পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।<br /> সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এদিকে অনলাইন কার্যতালিকা মনিটর করার জন্য প্রধান বিচারপতি ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছেন বলে জানা গেছে।</p>




Discussion about this post