ডেস্ক রিপোর্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির আসনে বসেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রোববার (৬ জুন) বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের (বার অ্যাসোসিয়েশনের) সভাপতির কক্ষে নির্ধারিত আসনে বসেন তিনি।
সভাপতি পদ নিয়ে পক্ষে-বিপক্ষে চলমান কর্মসূচির মধ্যেই গত শুক্রবার (৪ জুন) সভাপতির চেয়ারে বসেছিলেন এ এম আমিন উদ্দিন।জানা গেছে, আব্দুল মতিন খসরু মারা যাওয়ার পরে সৃষ্ট বিতর্কের পরও তিনি সভাপতির কক্ষে গেলেও চেয়ারে বসেননি।
এ বিষয়ে আওয়ামীপন্থী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ৩টার দিকে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে গিয়ে সভাপতির জন্য নিদিষ্ট করে রাখা চেয়ারে বসেছিলেন। এ সময় আইনজীবীরা তাকে স্বাগত জানান। ওই কক্ষে আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত হয়ে ফটোসেশন করেন।

এদিকে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল (বিএনপি ও জামায়াতপন্থী) থেকে নির্বাচিত সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও তার পাশের কক্ষে এর আগে থেকেই বসে আসছিলেন। তিনি নিয়মিত কক্ষে বসে বারের কাজকর্ম করেন।
আওয়ামী পন্থী বঙ্গবন্ধু আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা এ এম আমিন উদ্দিনের সমর্থনে মিছিল-সমাবেশ করেন।
গত ৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নাম ঘোষণা করে কার্যনির্বাহী কমিটির আওয়ামীপন্থী অংশ। তাদের দাবি, সমিতির বিশেষ সাধারণ সভায় আমিন উদ্দিন কণ্ঠভোটে সভাপতি হয়েছেন।
সুপ্রিম কোর্ট বারের প্যাডে এক বিজ্ঞপ্তিতে সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যাহ বলেন, তার সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তিনি সমিতির সভাপতি পদে এ এম আমিন উদ্দিনের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা করতালি ও কণ্ঠভোটে তার প্রস্তাবকে সমর্থন করেন।
এ সময় এ এম আমিন উদ্দিনকে ২০২১-২২ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী আমিন উদ্দিন সভাপতি পদে দায়িত্ব পালন করবেন।
এই সিদ্ধান্তের সঙ্গে আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচিত সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যাহসহ সাতজন কার্যনির্বাহী পরিষদের সদস্য একমত পোষণ করে স্বাক্ষর করেন।
Discussion about this post