বিডি ল নিউজঃ এভাবেই নির্যাতিত হয়েছেন জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীগণ। “মার্চ ফর ডেমোক্রেসি” প্রতিহত করতে সরকারের নৈরাজ্যমুলক নানা ভুমিকার প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিমকোর্টে বিক্ষোভরত ১৮ দল সমর্থিত আইনজীবীদের ওপর নজিরবিহীন হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সুপ্রিমকোর্টের কয়েকটি ভবনেও ভাঙচুর করছে।
বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ সুপ্রিমকোর্টের মূল ফটক খুলে দিলে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে সেখানে আগে থেকে বিক্ষোভরত ১৮ দল সমর্থিত আইনজীবীদের ওপর হামলা চালায়।
এ সময় আইনজীবীরা কয়েক দফায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিছু হটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনসহ কয়েকটি ভবনে আশ্রয় নেয়। তারা ভবন থেকে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।
Discussion about this post