নিজস্ব প্রতিবেদক
আইনজীবী সংগঠন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন (SCBA) এর আয়োজনে সুপ্রিম কোর্টে আইনজীবীদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে ।
আইনজীবী সংগঠন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন (SCBA) ফুটবল টুর্নামেন্টের জন্য ২১ শে জানুয়ারী ২০২১ এর মধ্যে দলের নাম সহকারী সচিব জনাব বকির উদ্দিন ভূঁইয়া, ইসি সদস্য জনাব মহসিন কবির ও প্রাক্তন ইসি সদস্য জনাব মাহফুজ বিন ইউসুফের কাছে নিবন্ধ করার জন্য বলা হয়েছে।নিবন্ধন ফি 5000,000 (পাঁচ হাজার) প্রতিটি দল ।

উক্ত খেলায় মোট পুরস্কারের পরিমাণ 1,00,000.00 (এক লক্ষ) টাকা।মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সেক্রেটারি, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন (SCBA)।
Discussion about this post