নিজস্ব প্রতিবেদক:-
আজ ১৩/০৬/২০২১ ইং তারিখে সকাল ১১ টা্য় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগীতা ও অনুদানে সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির মূল ভবনের প্রধান ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত করা হয় ।
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পরও যখন পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে তালবাহানা করে, এমন সময় তৎকালীন ঢাকা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে যথাক্রমে ২১/১২/১৯৭১ ও ০৬/০১/১৯৭২ তারিখে ০২ (দুইটি) রেজুলেশনের মাধ্যমে প্রস্তাবনা গ্রহণ করে। এছাড়াও উক্ত রেজুলেশনে, শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশ গঠনে নানামুখী পরামর্শ, বাংলাদেশকে স্বীকৃতি ও সহায়তাদানকারী মিত্রবাহিনী, দেশ, নেতৃত্ব ও বিশ্ব সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহায়তাকারী রাজাকার-আলবদরদের বিচারের দাবি তোলা হয়।
১৯৭২ সালে সংবিধান গৃহীত হওয়ার পর ‘বাংলাদেশ হাইকোর্ট’ পুনর্গঠিত হয় ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ নামে। ১৮ ডিসেম্বর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন থেকে ‘বাংলাদেশ হাইকোর্ট বার এসোসিয়েশন’ পুনর্গঠিত হয় ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন’ হিসেবে। প্রকৃত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশে এদিনই পরিচিত হয় ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন’।

এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ আইন কমিশন সহ স্বাধীন দেশের আইনি কাঠামো বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়। প্রতিদানস্বরুপ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির প্রধান ফটকে স্থাপিত করার মধ্য দিয়ে এ মহান নেতার প্রতি সমিতির প্রতিটি সদস্যের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির মূল ভবনের প্রধান ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সমিতির কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি, সর্বজনশ্রদ্ধেয় সিনিয়র অ্যাডভোকেট ও বর্তমান অ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন সহ বর্তমান কমিটির সংশ্লিষ্ট সবাই বিশেষ করে সমিতির সহ-সভাপতি শফিকুল্লাাহ স্যার ও পরিশ্রমী কোষাধ্যক্ষ মো: ইকবাল করিম।
সরকারী অনুদান প্রাপ্তিতে সহযোগীতার জন্য মাননীয় মন্ত্রী, সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট এস এম রেজাউল করিম সহ সমিতির ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সকল নির্বাচিত সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির আইনজীবীবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Discussion about this post