নিজস্ব প্রতিবেদক
আজ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট ইব্রাহিম খলিলের জামিন মন্জুর করেছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইব্রাহীম খলিলকে র্যাব কর্তৃক গ্রেফতারের পর নির্যাতনের ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে চত্বরে আইনজীবী খলিলকে নির্যাতনের প্রতিবাদে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
সুপ্রিমকোর্টের এই আইনজীবীকে র্যাবের হেফাজতে নির্যাতনের ঘটনায় আইনজীবীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আরও বলেন, ‘র্যাব কর্তৃক আইনজীবী খলিলের নির্যাতনের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব। এ নির্যাতনের ঘটনায় জড়িতদের বিষয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গেও কথা বলব।
এর আগে গত ১০ মার্চ আইনজীবী মো. ইব্রাহীম খলিলকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বেআইনিভাবে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করে।এ ঘটনার নিন্দা জানিয়ে আইনজীবী মো. ইব্রাহীম খলিলের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস সই করা বিবৃতিতে বলা হয়, ‘আইনজীবী ও সমিতির বিজ্ঞ সদস্য মো. ইব্রাহিম খলিলকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতনের ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে এবং এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।
সংশ্লিষ্ট
Discussion about this post