বিডি ল নিউজঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৬৯ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার টাকা। সোমবার লেনদেন হয়েছিল মোট ৪১৭ কোটি ১ লাখ ৯৩ হাজার টাকা, সে হিসেবে মঙ্গলবার লেনদেন কমেছে ১২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৯ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল মোট ৩০ কোটি ৯২ লাখ টাকা, সে হিসেবে মঙ্গলবার লেনদেন কমেছে ১৩ লাখ টাকা।




Discussion about this post