শনিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দনাইশ থানার এসআই ধীমান মজুমদার জানান।
সকালে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু নদীতে স্রোত থাকায় পিকআপের অবস্থান বোঝা যাচ্ছে না।”
এসআই ধীমান জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ওই পিকআপের চালকসহ দুজনকে রাতেই নদী থেকে উদ্ধার করে উদ্ধার করেন স্থানীয়রা।
নিখোঁজ নারী ওই গাড়ির চালকের আত্মীয় বলে জানা গেছে। তবে পুলিশ কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে ধীমান বলেন, “ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে রেলিং ভেঙে গাড়ি সাঙ্গু নদীতে পড়ে যায়। স্রোতে ভেসে যাওয়ার সময় দুজনকে স্থানীয়রা উদ্ধার করলেও ওই নারীর সন্ধান এখনও মেলেনি।”
চালকসহ উদ্ধার দুজন কোথায় আছেন তাও জানাতে পারেননি এসআই ধীমান।




Discussion about this post