নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেলফের কাচ ভেঙে আহত হয়েছেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমীর হোসেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।
মঙ্গলবার ট্রাইব্যুনালের খাস কামরার বুক সেলফের কাচ ভেঙে তার ঘাড়ে পড়লে রক্তক্ষরণ শুরু হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে বিচারপতি তার খাস কামরায় ছিলেন। এ সময় বুক সেলফের কাচ ভেঙে তার ঘাড়ে পড়ে। রক্তক্ষরণ শুরু হলে তাকে ঢামেকে নেয়া হয়। কোন সেলাই ছাড়াই প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি আবু আহমেদ জমাদার তাকে দেখতে হাসলাতালে যান। এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
Discussion about this post