বিডি ল নিউজঃ সৌদি আরবের শিয়াপন্থী একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৩০ জনের মতো লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের সময় আল-কাদিহ গ্রামের ইমাম আলী মসজিদে ওই হামলার ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মসজিদটিতে দেড় শতাধিক লোক নামাজ আদায় করছিল। এর মধ্যে ৩০ জন হতাহত হতে পারে বলে জানান তিনি। কামাল জাফর হাসান নামের ওই নামাজী আরও জানান, তারা যখন প্রথম রাকাত নামাজ শেষ করেন তখন ওই তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কোনো কথা বলেনি।”দ্য রিপোর্ট
Discussion about this post