ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চার ঘণ্টা দেরিতে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছে। ফলে বিমানের দুর্ভোগে পড়া যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা ০৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
ভারী বর্ষন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ফিরে যায়।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে রওনা হওয়া ফ্লাইটটির সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে।
কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। প্রায় ২৫ মিনিট সৈয়দপুরের আকাশে অপেক্ষা করে ফ্লাইটটি ঢাকা ফিরে যায়।
এই ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীসহ ৪৭ জন যাত্রী ছিলেন।
এদিকে সৈয়দপুর থেকে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ৬৩ জন যাত্রী ঢাকায় ফেরার জন্য অপেক্ষা করছিলেন। পরে শুধু মন্ত্রী মহোদয়সহ তিনজন পরবর্তী ইউনাইটেড এয়ারওয়াজের ফ্লাইটে ঢাকায় ফিরে যান।
বিষয়টি নিশ্চিত করেন ইউএ-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর স্টেশন ইনচার্জ রাকিব মোস্তাকিম।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি ঢাকা ফিরে যাওয়ার পর দুপুর ১২-০৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।
Discussion about this post