সোনালী ব্যাংকের নওগাঁ শাখায় টিটি জমা দেওয়ার সময় প্রায় ৮ লাখ টাকা চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ১৬ বিজিবির কয়েকজন সদস্য টিটি করার জন্য একটি ব্যাগে করে প্রায় ৮ লাখ টাকা নিয়ে ব্যাংকে যান। ব্যাংকের ভেতরে তারা টাকার ব্যাগ পাশে রেখে সংশ্লিষ্ট কাগজে স্বাক্ষর করছিলেন। স্বাক্ষর শেষে পাশে তাকিয়ে দেখেন ব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি ব্যাংকের সংশ্লিষ্টদের অবগত করেন।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ইকরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ব্যাংকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণসহ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
১৬ বিজিবির উপ অধিনায়ক মেজর এসএম মাহমুদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত নওগাঁ সদর থানায় এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।




Discussion about this post