বিডি ল নিউজঃ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল। তবে, তা কেবলই সিলেটে। ডেকেছে তেমন উল্লেখযোগ্য কোন রাজনৈতিক দলও নয়, কেবলই একটি সংগঠন।সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ‘আমরা সিলেটবাসী’ নামে একটি সংগঠন। আজশনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সভায় হরতালের ঘোষণা দেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও আমরা সিলেটবাসীর সভাপতি আবদুর রাজ্জাক।
সভায় বলা হয় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীসহ সিলেটের সব উপজেলায় হরতাল পালন করা হবে। প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করে গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়।




Discussion about this post