বিডি ল নিউজঃ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে সারাদেশে জেলা ও উপজেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে রবিবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর বলেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই নির্বাচনে ভোট দেয়নি জনগণ। তারা নির্বাচনকে বয়কট করেছে। আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার নয়। এ সরকার অবৈধ।
তিনি বলেন, ৫ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র হত্যাকারী এ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এ সরকার জনগণের সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়ে বগুড়ায় ১৪৪ ধারা জারি করেছে। ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা সরকারের এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই।
গণতন্ত্র হত্যাকারী সরকারের বিরুদ্ধে ৫ জানুয়ারি সোমবার দেশের সকল জেলা ও উপজেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানান ডা. শফিকুর।
Discussion about this post