বিডি ল নিউজঃ আগামী ১০ জানুয়ারির পরিবর্তে ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশ পেছানোর এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম আমিনুল ইসলাম।
বুধবার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ‘আওয়ামী লীগের ১০ জানুয়ারির মহাসমাবেশ বিশ্ব ইজতেমায় প্রভাব ফেলবে না’ বলে মন্তব্য করলেও বিশ্ব ইজতেমার ঠিক আগেই পেছানো হলো সমাবেশ।
সমাবেশের বিষয়ে গত মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা ১০ তারিখের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করব। খালেদা জিয়া একটু দেখুক। ১০ তারিখ আমরা তাকে দেখাতে চাই। আমরা প্রমাণ করব আমরা জনগণের দল। আজকে কর্মীদের সমাগম থেকেই প্রমাণ হয় ১০ তারিখে ব্যাপক জনসমাগম হবে।
Discussion about this post