
মেলবোর্ন: সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হচ্ছেন কি না তা জানার জন্য এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে তার আগেই সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ব্রেট লি। এই প্রাক্তন অজি তারকা ফাস্ট বোলারের মতে প্রাক্তন ভারত অধিনায়কের বিপুল ক্রিকেটীয় জ্ঞান রয়েছে। ফলে, সৌরভকে টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত করা হলে তা দুর্দান্ত ব্যাপার হবে।
এদিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলে সৌরভের প্রাক্তন সতীর্থ ব্রেট লি বলেছেন, ‘আমার মনে হয় সৌরভ দারুন করবে, কারণ টেস্ট বা একদিনের অথবা টি-২০ ক্রিকেট— সবেতেই ওঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ফলে ওর জ্ঞানের ভাণ্ডারও বিশাল। লি যোগ করেন, যে কোনও কোচের প্রধান কাজ হল সঠিক ভারসাম্য বজায় রাখা। যদি সৌরভের মধ্যে সেই খিদে এখনও বজায় খাকে, যদি ও ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার করতে পারে, তাহলে ও সফল হবেই।
ধোনি-কোহলিদের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়েই এখন ক্রিকেটমহলে চরম কৌতুহল। গত মার্চ মাসের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিদায়ের সঙ্গে সঙ্গেই প্রাক্তন কোচ জিম্বাবোয়ের ডানকান ফ্লেচারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বিসিসিআই-তে জোর জল্পনা, সৌরভ হয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হতে পারেন বা হাই-পারফরম্যান্স ম্যানেজার বা টিম ডিরেক্টর অথবা জাতীয় কোচের দায়িত্ব নিতে পারেন। আগামী ৭ জুন বাংলাদেশ সফরে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। তার আগেই সম্ভবত দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে।”এবিপি আনন্দ
Discussion about this post