নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আল-আমিন (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত আল-আমিন উপজেলার ভোলাব ইউনিয়নের পাইশকা এলাকার মৃত সামসুল হকের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন আল-আমিন। এ বিষয়ে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা রূপগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
পরে, তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।




Discussion about this post