কুষ্টিয়ার মিরপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উজ্জ্বল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকালে স্কুলছাত্রীর মা বাইরে কাজে গেলে বাড়িতে একা পেয়ে একই এলাকার ফজলু ডাক্তারের ছেলে উজ্জ্বল তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন সে পড়ে আছে। আর উজ্জ্বল সবার সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর মা আমলা পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেছেন।
আমলা পুলিশ ক্যাম্প ইনচার্জ টিপু সুলতান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তবে, তদন্ত ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।




Discussion about this post