ডেস্ক রিপোর্ট
ঢাকার তুরাগ থানার রানাভোলায় স্ত্রী জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বামী মো. শহিদুল ইসলামকে খালাস প্রদান করেন আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২২ আগস্ট রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে ঢাকার তুরাগ থানাধীন রানাভোলায় জনৈক মুক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. শহিদুল ইসলাম তার স্ত্রী জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন।
জেসমিন আক্তারের সাড়ে চার বছরের কন্যাসন্তান তাসমিনা আক্তার এ ঘটনা নিজ চোখে দেখে ফেলে। পরবর্তীতে আসামি শহিদুল ইসলাম ঘরে তালা লাগিয়ে তাসমিনাকে নিয়ে পালিয়ে যান।

এরপর তদন্তকারী কর্মকর্তা আসামি শহিদুল ইসলামের গ্রামের বাড়ি থেকে তার মেয়ে তাসমিনা আক্তারকে উদ্ধার করেন। পরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান করে তাসমিনা আক্তার।
২০১২ সালের ৫ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
Discussion about this post