বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ইউসুফ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার রাঙামাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, সারিয়াকান্দি উপজেলার সুতানাড়া গ্রামের অফফের আলীর মেয়ে রহিমা খাতুনকে প্রায় তিন বছর আগে বিয়ে করেন ইউসুফ আলী। বিয়ের ছয় মাস পর তিনি ৪০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি।
এ ঘটনায় রহিমা খাতুন বাদী হয়ে ২০১৩ সালের ২৫ নভেম্বর ইউসুফ আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তাকে কারাগারে পাঠায় বলে জানান এসআই।




Discussion about this post