বিডি ল নিউজঃ

জোহানেসবার্গ: মরগ্যান ডিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।

সাড়ে তিন বছর আগে স্মিথ বিয়ে করেছিলেন আইরিশ মডেল মরগ্যানকে।
ক্রিকেটার-মডেল দম্পতির পক্ষে আইনজীবী জানিয়েছেন, দুর্ভাগ্যজনতভাবে স্মিথ ও মর্গ্যানের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে।এটি একেবারেই ব্যক্তিগত ব্যাপার। এই সময়ে তাঁদের ব্যাক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার আর্জিও জানাচ্ছেন তাঁরা। স্মিথ ও মর্গ্যান এবং তাঁদের সন্তানদের স্বার্থেই ব্যক্তিগত বিষয়ে অহেতুক কৌতুহলী না হওয়ার আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪-তে অবসর নেন স্মিথ। দেশের হয়ে ১১৭ টি টেস্ট খেলেছেন ৩৪ বছরের স্মিথ। ২০১১-তে ভারতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই দলের সঙ্গে দেশে না ফিরে তত্কালীন বান্ধবী মর্গ্যানের সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ড চলে গিয়েছিলেন স্মিথ। তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।
তাঁদের দুটি সন্তান রয়েছে।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post