বিডি ল নিউজঃ স্ত্রী মাহজাবিনকে হত্যার অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ূন সুলতানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন দিনের রিমান্ড শেষে হুমায়ূনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর হুমায়ূন সুলতানের স্ত্রী ডা. শামারুখ মাহজাবিনকে অচেতন অবস্থায় ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসেন তার শাশুড়ি ডা. জেসমিন আরা বেগম। কর্তব্যরত চিকিৎসক এ সময় মেহজাবিনকে মৃত ঘোষণা করেন। ওইদিন কন্যাকে হত্যার দায়ে মেহজাবিনের বাবা প্রকৌশলী নূরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মেয়ের শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে আসামি করা হয়।
Discussion about this post